এটি মূলত অস্ত্রোপচারের অন্যতম একটি আধুনিক পদ্ধতি। অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস হতে উৎপাদিত প্রচন্ড ঠান্ডা তরল ত্বকের বাহ্যিক চামড়ার চিকিৎসায় ব্যবহৃত হয় যা ক্রায়োসার্জারি নামে পরিচিত।এটির প্রয়োগবিধি হলঃ
১। ত্বকের উপর গোলাকার ফুসকুড়ি, প্রাক ক্যান্সার ক্ষত অথবা কোষের ক্ষতিকর ক্ষত বিনাশ করতে।
২। টিউমার, যকৃৎ, ফুসফুস, স্তন, মস্তিস্ক, চোখের ছানি, প্রসূতি সমস্যা সহ অন্যান্য রোগে।