হ্যা। এমিবা একটি প্রাণী। এমিবাকে এককোষী প্রাণী বলা হয়।
যদিও এমিবা এক কোষী জীব হিসাবে পরিচিত।
প্রাণীর বৈশিষ্টঃ প্রাণ আছে, পরভোজী, গমন অর্থাৎ নিজ শক্তিতে স্থান পরিবর্তন করতে পারে। কোষ প্রাচীর থাকবেনা। প্লাজমামেমব্রেন উন্নত।
এমিবার দেহে সঞ্চিত খাদ্য স্টার্চ নয় বরং গ্লাইকোজেন।
একল বৈশিষ্ট্য গুলো এমিবার মধ্যে থাকায় এমিবাকে প্রাণী বলা যাবে।