জ্যোতিষ্কঃ মহাকাশে যত ধরণের বস্তু রয়েছে তাদের সাধারণ ভাবে জ্যোতিষ্ক বলা হয়।
নক্ষত্রঃ যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের নক্ষত্র বলে। খালি চোখে দেখা যাক বা না যাক মহাকাশে অসংখ্যা নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জলন্ত গ্যাসপিন্ড। জলন্ত বলেই আগুনের বিশাল উত্তাপ থেকে তীব্র আলো বের হয়।