মহাসাগরের চেয়ে আয়তনে ছোট এবং কয়েকটি দেশের সীমানা জুড়ে অবস্থিত জলরাশিকে সাগর বলে।
সাগর নদীর মত লম্বা হয়না। তবে সাগরের যেকোন একটি অংশ সরু হয়ে বা প্রান্ত গঠন করে বা খাল হয়ে যেকোন ভাবেই হোক মহাসাগরের সাথে যুক্ত হয়ে থাকে। সম্পূর্ণ পৃথক বা বদ্ধ হবেনা।
অধিকাংশ ক্ষেত্রে মহাসাগরের একটি অংশ কিছুটা আয়তনে ছোট হয়ে মহাসাগর থেকে প্রসারিত হয়ে কয়েকটি দেশের উপকূল বরাবর অবস্থান করে যা প্রকৃতপক্ষে মহাসাগরের অংশ। কিন্তু মহাসাগরের আন্তর্জাতিক সীমানা উপকূল থেকে অনেক দূরে হওয়ায় এই অংশটিকে মহাসাগর না বলে সাগর বলা হয়।
মহাসাগরের কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি হল উচু খাড়া ঢাল থাকে। কিন্তু দেশ বা স্থলের কিনারা বা তীর থেকে এই ঢাল গঠিত হয়না বলেই মহাসাগর না বলে সাগর বলাই যুক্তিযুক্ত।