বিজ্ঞান ও প্রযুক্তি এই যুগে নতুন নতুন আবিষ্কার-উদ্ভাবন, জীবন ধারন, চিন্তা ধারা বিকাশ, কাদ্য উৎপাদন, সমাজে মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে করেছে বিশাল বিস্তৃত। এখন আর ভূগোল কোন একক বিষয় নেই। ভূগোলকে নানা রকম বিষয়ে যেমন ভূমিরুপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতিবিদ্যা, খনিজবিদ্যা ইত্যাদিতে অন্তর্ভুক্ত হয়ে ভাগ হয়েছে। নিম্নে ভূগোলের শাখার বিস্তার দেওয়া হল।
ভূগোলের শাখাঃ প্রধান দুই প্রকার শাখা রয়েছে যেমন প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোল।
প্রাকৃতিক ভূগোলঃ-
১। জীবভূগোল ২। জলবায়ুবিদ্যা ৩। ভূমিরুপবিদ্যা ৪। মৃত্তিকা ভূগোল ৫। সমুদ্রবিদ্যা ৬। প্রাণী ভূগোল।
মানব ভূগোলঃ-
১। অঅর্থনৈতিক ভূগোল ২। জনসংখ্যা ভূগোল ৩। রাজনৈতিক ভূগোল ৪। আঞ্চলিক ভূগোল ৫। সামাজিক ভূগোল ৬। দূর্যোগ ব্যবস্থাপনা ৭। সংখ্যাতাত্ত্বিক ভূগোল ৮। পরিবহন ভূগোল ৯। নগর ভূগোল ১০। চিকিৎসা ভূগোল ১১। ভৌগলিক তথ্যব্যবস্থা