পরিবেশের উপাদানঃ যা কিছু নিয়ে পরিবেশ গঠিত তার সবকিছুই পরিবেশের উপাদান। পরিবেশের এই উপাদান গুলোকে দুই ভাগে ভাগ করা হয় যথা জড় উপাদান ও জীব উপাদান।
জড় উপাদানঃ মাটি, পানি, বায়ু,পাহাড় পর্বত, নদী, সাগর, আলো, তাপ ইত্যাদিতে জড় উপাদান
জীব উপাদানঃ যাদের জীবন আছে, খাদ্য গ্রহণ করে, জন্ম ও মৃত্যু আছে, ছোট থেকে বড় হয় তাদের জীব উপাদান বলে। যেমন গাছ, পশুপাখি, কীটপতঙ্গ, জীবাণু, মানুষ সবকিছুই জীব উপাদান।
জীবদের নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে জীব পরিবেশ।