Geography শব্দটি ইংরেজি। Geo বা ভূ অর্থ পৃথিবী এবং graphy বা লেখ নকশা দ্বারা বর্ণনা উপস্থাপন বোঝায়।
অর্থাৎ ভূগোল শব্দের অর্থ পৃথিবীর বর্ণনা।
যেহেতু পৃথিবী বিভিন্ন ভৌত, জড় ও জীব নিয়ে পরিবেশ সৃষ্টি করে তাই,
পৃথিবীর গঠন, উপাদান, পরিবেশ, ও মানুষের কর্মকাণ্ড বিস্তৃতি ইত্যাদি নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে।