সাধারনভাবে বেচে থাকার জন্য অত্যাবশ্যকীয় উপাদান হিসাবে খাদ্য এবং বাসস্থানকে বোঝায়। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। তাই তার আরও কিছু চাহিদা থাকে যা শুধু মাত্র প্রানে বেচে থাকার জন্য প্রয়োজন না হলেও মানুষের বেচে থাকাকে প্ররোচিত করে। একজন মানুষ হোক সে জ্ঞানী বা মুর্খ। তার একটি সম্মানবোধ আছে। এই সম্মান চলে গেলে সে নিজেকে বেচে থাকা মূল্যহীন মনে করে। কাজেই এ ধরনের বিষয় প্রয়োরোচক বিষয়। এসকল ক্ষেত্রে মানুষের বেচে থাকার উপাদান গুলো দুই ভাবে ভাগ করা যায়। যথা প্রাণে বাচার প্রয়োজনীয় উপাদান। ও বেচে থাকার প্রভাবক আনুষঙ্গিক উপাদান। প্রাণে বাচার উপাদান আগেই বলা হয়েছে এছাড়াও চিকিৎসাও অত্যাবশ্যকীয়।
আনুষঙ্গিক উপাদান হচ্ছে বস্ত্র, শিক্ষা, উর্বর ভুমি, প্রতিদিনের অভ্যাসজনিত উপাদান।