পদ্মা ইলিশ মূলত পদ্মা ও মেঘনার মিলিত স্থান বা মোহনা থেকে এবং এরই আশেপাশে বড় এরিয়া জুড়ে ধরা হয়। তবে বর্ষা মৌসূমে যখন নদি ভরাট জোয়ার ও পানিতে পূর্ণ থাকে তখন মূলত প্রায় সারা অংশ যেখানে সাধারন মানুষের যাতায়াত কম এবং লঞ্চ, দেরী, নৌকা টার্মিনাল নাই সেখান থেকে। কারন এ সকল স্থানই অভয়ারন্য হিসাবে ইলিশ অবস্থান করে।
মনে রাখুন যে, ইলিশ হচ্ছে সামুদ্রিক মাছ। এটি নদিতে থাকেনা। হয়ও না। কিন্তু ইলিশ ডিম ছাড়ার জন্য বাধ্যতামূলক নদিতে আসে। সমুদ্রে ডিম ছাড়েনা। কাজেই ইলিশ বঙ্গপসাগর থেকে মেঘনা হয়ে নদিতে প্রবেশ করে। তখনই ধরা হয়। এছাড়া রাজশাহীর দিকে যেখানে পদ্মা ইন্ডিয়া প্রবেশ করেছে সেখানে মূলত গঙ্গায় মিলিত হয় বলে এদিকে ইলিশ কম এবং ভারতীয় জেলেরা ধরতে চেষ্টা করে।