আমাদের শরীরে অনেক রকম অদেখা ব্যাকটেরিয়া থাকে। আপনি যখন কয়েকদিন গোসল করবেন না তখন সেই ব্যাকটেরিয়ার কারণে আপনার শরীরে দুর্গন্ধ হবে,শরীরে ময়লা জমে তা স্কিন ডিজিজের কারণ হতে পারে,অবশ্যই এটি চুলকানি-খোসপাচরার(একজিমা) বড় একটি কারণ। আর স্বভাবতইই আপনার শরীরে অসস্থি লাগবে।