যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র ও দুর্বল সিগনাল বা সংকেতকে বিবর্ধিত করে উচ্ছতর সিগনাল বা সংকেতে পরিণত করে কাজের উপযোগী করা হয় তাকে এমপ্লিফায়ার বলে।
ইলেক্ট্রনিক্স পার্টস "ট্রানজিস্টর" যেকোন ক্ষুদ্র সিগনালকে বিবর্ধিত করতে পারে বলে ট্রানজিস্টর এমপ্লিফায়ার হিসাবে ব্যবহার হয়। যদিও বর্তমানে একক ট্রানজিস্টর ব্যবহার না করে ট্রানজিস্টরের কয়েকটি স্টেজ ব্যবহার করা হয় এবং ট্রান্সজিস্টর একক পার্টস হিসাবে ব্যবহার না করে IC ইন্টিগ্রেটেড সার্কিট রুপে এমপ্লিফায়ারে ব্যবহার করা হয়।
এমপ্লিফায়ারের কার্যপ্রণালী হচ্ছ মূলত ট্রানজিস্টর এর কার্যপ্রণালী।
এখানে ক্লিক করে এমপ্লিফার হিসাবে ট্রানজিস্টর এর কার্যপ্রণালী চিত্রসহ দেখুন।