চিত্রে খ দেয়া হয়েছে। এখানে গ দিচ্ছিঃ
M গ্যাসটি বাতাসের চেয়ে হালকা। কারন হাইড্রোজেন এর একটি মাত্র কক্ষপথ বা ইলেক্ট্রন স্তর থাকায় এটি ছোট ও হালকা। বিক্রিয়া উৎপাদ থেকে গ্যাসটি সংগ্রহ করে। একটি উপর করে রাখা জারের নিচে গ্যাসটি ধীরে ছাড়ে দেই। এবার একটি শিখাহীন জলন্ত কাঠি উপর করা জারের মুখে প্রবেশ করাই। তখন কাঠিটি পপ করে জ্বলে উঠবে। যেহেতু হাইড্রোজেন নিজে জ্বলে তাই এটি থেকে প্রমান হয়, হাইড্রোজেন বাতাসের চেয়ে হালকা বলে উপর করা যারের বাতাস সরিয়ে সেখানে উর্ধমুখীভাবে জমা হয়েছিল।
ঘ) গ্যাসটি নিরপেক্ষ তবে দাহ্য। কারন গ্যাসটি এসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করেনা। কিন্তু আরহেনিয়াসের প্রোটনীয় মতবাদ অনুসারে হাইড্রোজেন ইলেক্ট্রন দান করতে পারে তাই এটি মূলক অবস্থায় ক্ষার বা অম্লীয় আয়ন দিতে পারে।