১. বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়ায়ক হিসাবে।
২. প্রভাবক হিসাবে।
৩. স্বর্ণকারের দোকানে সোনা গলানো বা খাদ নির্নয় ও দুরীকরনে।
৪. নাইট্রেট লবন তৈরিতে।
৫. নাইট্রেট সার তৈরিতে।
৬. বিভিন্ন জৈব যৌগ বিশোধন ও সনাক্তে
৭. বিস্ফোরক পদার্থ তৈরিতে। এর ব্যবহার হয়।