বাঘের কিছু অর্থনৈতিক গুরুত্ব থাকলেও তা বিচার করা হয়না বরং বেইনী হিসাবে গন্য করা হয়।
১. বাঘের অস্থি ও চামরা অনেক দামী। চামড়া দ্বারা মূল্যবান ব্যাগ, পোষাক, জুতা তৈরি হয়। (এজন্য বাঘ শিকার বেয়াইনী)
২। সাফারি পার্কে বিনোদন প্রদর্শনে টিকিট বিক্রি বিষয়ক গুরুত্ব আছে।
৩। চিড়িয়াখানা তে বাঘের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
৪। বনের মূল্যবান গাছ পাচার রোধে পরক্ষ গুরুত্ব রয়েছে।
( পরিবেশ গুরুত্ব ব্যতিত আর গুরুত্ব নাই, তবে কিছু বিষয়ে চোরাচালান হিসাবে লেনদেন হয় যা অবৈধ। এগুলো মূল্যায়ন করা হয়না।)