যোগাযোগ উপগ্রহঃ-
১। যোগাযোগ উপগ্রহ মূলত একটি রিলে স্টেশন।
২। পৃথিবী থেকে সিগলান পাঠানো হয় যা অন্য প্রান্তে ট্রান্সমিট করে।
৩। সয়ংক্রিয় ফাংশন থাকেনা।
৪। মনিটরিং ইউনিট থাকেনা।
৫। এই উপগ্রহের সাথে যুক্ত হওয়ার রেঞ্জ বড়।
৬। সকল যোগাযোগ উপগ্রহ একসাথে যুক্ত হতে পারে।
৭। কমিউনিকেশন বা টেলিযোগাযোগ, বেতার, টেলিভিশন ইত্যাদি ব্যবস্থার সাথে যুক্ত।
আবহাওয়া উপগ্রহ ঃ-
১। এই উপগ্রহ তথ্য সংগ্রাহক বা প্রক্রিয়াকর স্টেশন রুপে কাজ করে।
২। অধিকাংশ সয়ংক্রিয় ফাংশন।
৩। রাডার ব্যবস্থা, টেলিস্কোপি ব্যবস্থাসহ মনিটরিং ইউনিট থাকে।
৪। ভূপৃষ্ঠ থেকে যুক্ত হওয়ার রেঞ্জ ছোট কিন্তু মনিটরিং রেঞ্জ বড়।
৫। তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারে।
৬। একটি উপগ্রহ অনুগুলোর সাথে যুক্ত থাকেনা।
৭। পৃথিবীর বায়ুমণ্ডল, মেঘের গতি প্রকৃতি, বাতাসের গতি আদ্রতা ইত্যাদি মনিটরিং, পরিমাপ করে তথ্যে রুপান্তর করে ভূ-স্টেশনে পাঠায়।