স্প্রেডশিট এ যোগ বা বিয়োগ প্রায়ই একই রকম শুধু যোগের স্থানে বিয়োগ বসালেই হয়।
তবে সিরিয়াল যোগে কিছুটা বিশেষ নিয়ম আছে।
দুটি সংখ্যার যোগের ক্ষেত্রে সূত্র লিখতে হবে এভাবে,
=sum(a1+b1) এনাতার চাপলেই ফলাফল পাবেন। তবে সিরিয়ালের ক্ষেত্রে সবগুলো না লিখে সূত্র হবে
=sum(a1:f1) এখানে পাচটি সংখার যোগ দেখানো হল। তবে প্রথম সেল ও শেষ সেল এড্রেস ব্যবহার করতে হয়।
আর বিয়োগের ক্ষেত্রে শুধু মাত্র =(a1-b1) সূত্র ব্যবহার করতে হয়।