অভিকর্ষঃ পৃথিবীর সাথে অন্য যেকোন বস্তুর আকর্ষনকে অভিকর্ষ বলে।
যেহেতু পৃথিবী অভিকর্ষ বলের দ্বারা সকল বস্তুকে কেন্দ্র বরাবর নিজের দিকে আকর্ষন করছে তাই পৃথিবীর প্রতিটি নিয়ামক এই আকর্ষনের দ্বারা প্রভাবিত হয়। উদ্ভিদ জীবনে প্রয়োজনীয় উপাদান গুলোও নিচের দিকে আকর্ষন বলে প্রভাবে থাকায় উপাদান গুলো উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব ফেলে।
ভূপৃষ্ঠ থেকে উদ্ভিদ যতই উপরে বৃদ্ধি পায় ততই শীর্ষ প্রান্ত পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষণ বল বৃদ্ধি পায়, ফলে তা নিচে ঝুকে পড়ে, বেশি উপরে বৃদ্ধি পেতে পারেনা।
অন্য দিকে উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মাটি থেকে পানি শোষন করে। এই পানি অভিকর্ষের জন্যই উদ্ভিদ দেহের মধ্য দিয়ে বেশি উপরে যেতে পারেনা ফলে কোষের অন্যন্য উপাদান খনিজ ইত্যাদি বেশি উপরে উত্তোলিত হতে না পারায় শীর্ষ কোষ বিভাজন রহিত হয়ে বৃদ্ধি বন্ধ করে দেয়।
ফলে অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রন করতে পারে।