জন্মগতভাবে ঠোট কালো। এর অর্থ এটি জিন নিয়ন্ত্রিত। তাই এর কোন প্রতিকার নাই বললেই চলে। ক্রিম বা কেমিকেল ব্যবহার করলে ঠোটের ত্বক নষ্ট হয়ে যাবে। এসকল ক্রিম মূলত ত্বক পুড়িয়ে ফেলে তুলে দেয়। তাই ক্ষনিক কিছুটা লাল দেখায় কারন তলার নতুন ত্বকই তখন দেখা যায়। এছাড়া প্লাস্টিক সার্জারি করলেও কিছুদিন ভাল থাকে। তারপর আগের মতই হয়।