খুব সহজ ও ছোট্ট সমাধান। খাটি নারকেল তেল বেশি পরিমানে হাতের তালুতে নিয়া তাতে ৪ ভাগের ১ ভাগ পানি মিশিয়ে আঙ্গুল দিয়া মিশান, তারপর মাথায় মাখুন। সারাদিন চুল ভেজা ভেজা থাকবে। কাল ও ঝলমলেও দেখাবে।
এছাড়া জবা কুসুম তেল, ও এরোবিয়ান জেসমিন তেলও কার্যকর। কিন্তু শেশেরটি পাবেন কিনা জানিনা। দাম ৪ বছর পূর্বে ৬৫০ টাকা শুনেছিলাম। এখন বলতে পারছিনা। আর জবা কুসুম পাবেন। দাম ভিন্ন তবে ২৫০ টাকার ভেতর পাবেন।