নিম্নে শুক্র ও পৃথিবীর মধ্যে তুলনাগুলো পয়েন্ট আকারে দেয়া হলঃ-
শুক্রঃ-
১। সৌর জগতে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটি।
২। বর্তমানে সবচেয়ে ছোট গ্রহ এটি।
৩। সূর্যের কাছে হওয়ায় এর তাপমাত্রা অনেক বেশি।
৪। কঠিন ও তরল ভূপৃষ্ঠ রয়েছে।
৫। এর কোন উপগ্রহ নাই।
৬। বুধে প্রাণ বা জীব বসবাসের পরিবেশ নাই।
৭। বুধে তরল পানি বা পানিই নাই।
পৃথিবীঃ-
১।সৌর জগতের তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী।
২। পৃথিবী বৃহত্তমে পঞ্চম গ্রহ।
৩। সূর্য থেকে দূরত্বের দিক দিয়া তৃতীয় গ্রহ।
৪। ভূপৃষ্ঠ কঠিন ভংগুর বা উর্বর।
৫। একটিমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ।
৬। পৃথিবীতে জীব বসবাসের পরিবেশ আছে।
৭। পৃথিবীতে তরল পানি আছে।