বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোড করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি ইউনিভার্সাল মান তৈরি করেছে যাকে ইউনিকোড বলে।
ইউনিকোড হচ্ছে ১৬ বিটের। বিভিন্ন ধরনে চিহ্ন, অংক, বর্ণ বা ক্যারেক্টরকে কোডে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহার হয়।
ইউনিকোড এর মাধ্যমে ২n=216=65536 টি চিহ্নকে অদ্বিতীয় ভাবে নির্দিষ্ট করা ও শনাক্ত করা যায়। ফলে সমস্ত দেশের সমস্ত মানুষের ভাষাকে কম্পিউটারে কোড ভূক্ত করার যথেষ্ট প্রতিক বরাদ্দ হতে পারে। এতে সকল মানুষ নিজ ভাষায় কম্পিউটার চালনার সুযোগ পায়। তাই ইউনিকোড কে সকল ভাষার মানুষের জন্য আশীর্বাদ বলা হয়।