output, input এর যৌক্তিক বিপরীত হচ্ছে নট গেট।
নট গেটের কাজ হচ্ছে ইনপুট মানকে উলটে বিপরীত করে দেওয়া। বৈদ্যুতিক সিগনাল অন থাকলে তা অফ করে দেওয়া।
নট গেটে একটি মাত্র ইনপুট ও আউটপুট থাকে। আউটপুট যৌক্তিক হিসাবে ইনপুটের বিপরীত হবে। যেমন বুলিয়ান ইনপুট ১ হলে আউটপুট ০ হবে। এজন্য এই গেটকে ইনভার্টার গেট বলে।
মনে করি একটি নট গেটের ইনপুট A, এবং আউটপুট Y তাহলে A এর বুলিয়ান চলক ০ বা ১ এর মানের জন্য Y এর দুটি অবস্থান হবে।
A এর ইনপুট মান ১ হলে আউটপুট Y হবে ০
A এর ইনপুট মান ০ হলে আউটপুট Y হবে ১