রেজিস্টারঃ কতকগুলো লজিক সার্কিট বিপরীত ক্রমে এমন ভাবে যুক্ত করা হয় যা কেবল একটি বিট ০ বা ১ কে আউটপুট করতে পারে। একে ফ্লিপফ্লপ বলে।
কতগুলো ফ্লিপফ্লপের সমষ্টি যা একটি পূর্ণ বিটকে সংরক্ষিত করে রাখতে পারে তাকে রেজিস্টার বলে।
অর্থাৎ রেজিস্টার ফ্লিপফ্লপ যেকোন অবস্থায় শুধু তার সংরক্ষিত মানটি প্রদান করে।
এই রেজিস্টার দিয়েই মূলত মেমোরি চিপ তৈরি হয়।