রেজিস্টারঃ রেজিস্টার হল কতকগুলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত লজিক সার্কিট যা বাইনারী তথ্যকে সংরক্ষন করতে পারে।
এটি একটি অস্থায়ী মেমরি ডিভাইস যা নির্দিষ্ট মান প্রডিউস করে লজিক গেটের মাধ্যমে হিসাব নিকাশ করে তথ্য প্রক্রিয়াজাত করে সেই তথ্য আবার সংরক্ষন করে।
কাজেই কম্পিউটারে যেকোন কাজ করার জন্য সেই কাজের উপাদান তথ্য ইত্যাদি ধারন করা ও কাজের গাণিতিক যৌক্তিক বিশ্লেষন করে আউটপুট ফলাফল তৈরি করা, ধারন করা ও প্রদান করতে রেজিস্টার ব্যবহার হয়।
মাইক্রোপ্রসেসর সাধারণত কাজের জন্য সমস্ত ডেটা এই রেজিস্টারে রেখেই কার্য সম্পাদন করে।
তাই কম্পিউটারে রেজিস্টার এর প্রয়োজনীয়তা মাইক্রোপ্রসেসরের সমতুল্য।
এই রেজিস্ট্রারে কিছু পরিবর্তন ঘটিয়ে একে স্থায়ী মেমরি করা যায় যা কম্পিউটারের ক্যাশ মেমরি, মাইক্রোপ্রসেসরের বিভিন্ন মেমরি এমনকি ডাটা রাখতে মেমরি কার্ড বা চিপও তৈরিতে ব্যবহার হয়।