ভিত্তি বা বেজ: যেকোন সংখ্যা পদ্ধতির নিজস্ব মৌলিক কতকগুলো অংক বা ডিজিট থাকে। এই অংক বা ডিজিট কতগুলো তার পরিমানকে ঐ সংখ্যা পদ্ধতির ভিক্তি বলে। যেমন যে, ০,১,২,৩,৪ ৫,৬,৭,৮,৯ অংক গুলো ব্যবহার করি তার পরিমান মোট ১০টি কাজেই আমাদের সাধারণ এই হিসাবের সংখ্যা পদ্ধতির ভিক্তি হল ১০। এটিকে ডেসিমাল না অনেক ক্ষেত্রে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
ঠিক তেমনি ৩ ভিক্তিক সংখ্যা পদ্ধতি এমন এক পদ্ধতি যেখানে মৌলিক অংক বা ডিজিটের পরিমান মাত্র ৩টি।
সাধারণত ০,১,২ কে ধরা হয়ে থাকে। যদিও এই পদ্ধতি ব্যবহার করা হয়না।
কিন্তু এখানে সকল গণনার কাজ শুধু মাত্র ০,১,২ ব্যবহার করে করা হয় বলে এই পদ্ধতির নাম এ ভিক্তিক সংখ্যা পদ্ধতি।