কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন বর্ণ, চিহ্ন ও প্রতীককে কম্পিউটার CPU কে বোঝানোর জন্য বিট বিন্যাসের মাধ্যমে তৈরি প্রতিটি অনন্য সংকেতকে কোড বলে।
এই কোড গঠিত হয় বৈদ্যুতিক পালসের বাইনারি হিসাব অনুসারে। অর্থাৎ প্রতিটি কোড মূলত একটি বাইনারী সংখ্যা যা কোন অক্ষর, বর্ণ না প্রতিকের জন্য নির্ধারিত। যখন মানুষ কাজ করে তখন অক্ষর বর্ণ বা প্রতিক গুলো ব্যবহার করেই নিজ ভাষায় কাজ করেন। কিন্তু কম্পিউটার মানুষের ভাষা বোঝেনা তাই কম্পিউটার এই প্রতিকের অন্তরালে নির্ধারিত বাইনারী সংখ্যার হিসাব করে কাজ সম্পাদন করে থাকে। এজন্যই মানুষের ভাষাকে কম্পিউটারে উপযোগী করতে কোড ব্যবহার করা হয়।