কানেক্টিভিটিঃ কানেক্টিভিটি হচ্ছে প্রতিটি মানুষ অপর প্রতিটি মানুষের সাথে যুক্ত থাকা। যে সংযুক্তির মাধ্যমে যেকেউ যখন খুশি চাইলেই অপরের সাথে যোগাযোগ করতে পারে বা একে অন্যের খোজ খবর, তথ্য আদান প্রদান করতে পারে। আর এই সংযুক্তি গড়ে ওঠে প্রযুক্তি তথা ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট সংযুক্তি বা কানেক্টিভিটির মাধ্যমেই কেবল সবার সকল কম্পিউটার মিলে একটি নেটওয়ার্ক গড়্র ওঠে। এই নেটওয়ার্ক এর সাথেই সবাই যুক্ত থাকেন বলে যেকেউ যেকোন মুহুর্তে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, ব্যক্তি কোথায়, কতদূরে রয়েছে তার উপর নির্ভর করেনা , শুধু মাত্র তার নেটওয়ার্ক এর সাথে যুক্ত বা ইন্টারনেট কানেক্টিভিটি এর উপর নির্ভর করে। ইন্টারনেট কানেক্টিভিটি তাই সকলকে যেন একটি গ্রামের মত পাশাপাশি নিয়ে এসেছে। যেখানে সকলেই এক গ্রামের বাসিন্দার মতই যেকোন মুহুর্তে যেকোন কাজে প্রয়োজনে সাহায্য সহযোগীতা করতে পারে।
আর তাই এই বিশ্বগ্রামের এই ইন্টারনেট কানেক্টিভিটিকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয়ে থাকে। এটি ছাড়া বিশ্ব গ্রাম কল্পণাতীত।