বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুয়ে দেখা সম্ভব উক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক ভাবে বাস্তবতার অভিজ্ঞতা লাভ।
ভার্চুয়াল রিয়েলিটি এমন এক প্রযুক্তি যা ত্রিমাত্রিক বিশ্ব পরিবেশ সৃষ্টি করে যা বাস্তবের মতই এবং সেখানে এই প্রযুক্তির মাধ্যমেই নিজের আবহ উপস্থিতি তৈরি করা যায়।।
প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের উদ্রেক সৃষ্টিকারী নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা বলে। এর মাধ্যমে আমাদের চিন্তা জগতকে সৃষ্টি করে সেখানে নিজের কল্পনা অনুযায়ী কাজ করা যায়। সেই পরিবেশের সাথে ইন্টারএক্ট করা যায়। এই প্রক্রিয়ার সাহায্যে বিশেষ যন্ত্রপাতী সরঞ্জাম ব্যবহার করে বাস্তব ঝুকি মুক্ত কিন্তু বাস্তবের মতই কম্পিউটারের পর্দায় গাড়ি চালিয়ে দক্ষতা অর্জন করা যায়। এমনকি এর সাহায্য বাস্তব কাজও করা যায়। কম্পিউটার পর্যায় গাড়ি চালালে তা সিমুলেশন হয়ে প্রযুক্তি নির্ভর বাস্তব গাড়িও আপনার নির্দেশ অনুসারে চলতে পারে। এতে নিজের শারীরিক ঝুকি থাকেনা। কারন আপনি গাড়িতে বাস্তব উপস্থিত নন।
এভাবেই মূলত আমাদের কাল্পনিক কাজকে সম্পাদনা করে বাস্তবের অভিজ্ঞতা অর্জন করতে পারি বলে বলা হয় কল্পনাকে ছুয়ে দেখতে পারি।