মহাশুন্য হচ্ছে এক অজানা রহস্য। আমাদের মহাকাশে রাতে আমরা চাঁদ তারা দেখতে পাই। কিন্তু এছাড়াও আর কি রয়েছে তা জানতে চাই সকলেই, কিন্তু মহাকাশে যাওয়া যায়না বলে সেই রহস্য থেকেই যায়। বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের উন্নতির ফলে আজ কোটি কোটি হিসাব নিকাশ করে রকেটে পাড়ি দিচ্ছে মহাকাশে। মহাকাশ অভিযানের জন্য ব্যবহৃত নভোযান গুলোতে মানুষ থাকতে পারে আবার মানুষের বদলে কম্পিউটার সজ্জিত প্রযুক্তির রোবট থাকতে পারে। এসব রোবট মানুষের মত কাজ করে তথ্য পাঠাতে পারে। আবার মানুষ পৃথিবীতে বসেই সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখে এসব রোবটকে পরিচালনা করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেখানে বিরাজ করতে পারে। ফলে মহাকাশের সকল বিষয় সম্পর্কে আজ মানুষ জানতে পারছে। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে আজ মহাকাশে পাঠানো প্রযুক্তিও মানুষ নিয়ন্ত্রন করে মহাকাশ যানের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে ইচ্ছা মত খবরাখবর সংগ্রহ করছে।
এখন মহাকাশের অনেক কিছুই আমরা জানতে পারছি। গ্রহ নক্ষত্র ছায়াপথ, পৃথিবী সৃষ্টির রহস্যও উদঘাটিত হচ্ছে। আজ মানুষ স্বপ্ন দেখছে অন্য গ্রহে বসতী তৈরির।
তাই বলা হয় মহাকাশ আজ আর অজানা নয়। উক্তিতি যথার্থই।