নিম্নে নিয়ত ও অনিয়ত পূষ্পমঞ্জুরীর পার্থক্য দেয়া হলঃ-
নিয়তঃ-
১। মঞ্জুরীতে একটি প্রধান অক্ষ থাকে।
২। এস্টিভেশন নিচ থেকে উপরের দিকে ক্রমশ সরু বা মোটা বৃদ্ধি পায়।
৩। শীর্ষ প্রান্ত থাকে এখানে কদাচিত পূষ্প থাকতে পারে,।
৪। প্রধান অক্ষকে ঘিরে পুষ্পের বিন্যাস ঘটে।
৫। প্রধান অক্ষবিহীন পুষ্পের ক্ষেত্রে বৃতি, দল, পুংকেশর স্ত্রীস্তাবক ইত্যাদি প্রতিসাম্যতার ভিক্তিতে নির্দিষ্টভাবে ভাগ করা যায়।
অনিয়তঃ-
১। মঞ্জুরীতে প্রধান অক্ষ থাকেনা।
২। এস্টিভেশন এর কোন নিয়ম থাকেনা, যেকোন স্থানের পূষ্প বড় ছোট হতে পারে।
৩। পূষ্প সাধারণ গুচ্ছ আকারে হয়।
৪। পুষ্পের কোন বিন্যাস থাকেনা, যেকোন স্থানের পুষ্প দিক, বিন্যাস, ছোট বড়, অবস্থান ভিন্ন হয়।
৫। প্রধান অক্ষ থাকলেও তাতে পূষ্প এলোমেলো থাকে। প্রতিসাম্যতার ভিক্তিতে বিভক্ত করা যায়না।