গুচ্ছ ফলঃ -
১। যেসকল ফল গুচ্ছ আকারে ফলে তাদের গুচ্ছ ফল বলে।
২। প্রতিটি ফল আলাদা আলাদা কিন্তু একই বৃন্তে অবস্থান করে।
৩। গুচ্ছের প্রতিটি ফুলের নিষেক পৃথকভাবে ঘটে।
৪।একটি অক্ষে সকল ফলের বৃন্ত যুক্ত থেকে কাদি বা গুচ্ছের সৃষ্টি করে।
৫। যেমনঃ আঙ্গুর, খেজুর, ধান ইত্যাদি।
যৌগিক ফলঃ
১। একটি ফলের ভেতর ছোট ছোট বহু ফলজ কোষ যুক্ত থাকলে তাকে যৌগিক ফল বলে।
২। ফল একটি কিন্তু ফলের ভেতর আলাদা বীজযুক্ত পৃথক কোষ থাকে।
৩। নিষেক একবারই ঘটে।
৪। ফলের ভেতর একটি অক্ষকে ঘিরে কোষগুলো সজ্জিত থাকে।
৫। যেমনঃ আতা, কাঠাল, লেবু।