নিন্মে অঙ্গজ জননের সুবিধা ও অসুবিধা আলোচনা করা হলঃ-
সুবিধাঃ-
১। খুব সহজেই কোন অঙ্গ থেকে চারা পাওয়া যায়।
২। অল্প সময়েই নতুন উদ্ভিদ থেকে ফুল ফল পাওয়া যায়।
৩। মাতৃ উদ্ভিদের গুনাগুন হুবুহ বজায় থাকে।
৪। অনেক উদ্ভিদের বীজ উৎপাদন হয়না, তাদের জননের একমাত্র পথ অঙ্গজ জনন।
৫। টিস্যু কালচারের মত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে বহু চারা উৎপাদন করা যায়।
অসুবিধাঃ-
১। নতুন চারার জীবনীশক্তি কম হয়।
২। মাতৃ উদ্ভিদের আক্রান্ত রোগ সহজেই চারাতে চলে আসে বা আক্রমন করতে পারে।
৩। নতুন বৈশিষ্ট সম্পর্ণ উদ্ভিদ পাওয়া যায়না।
৪। অধিকাংশ উদ্ভিদের অঙ্গজ জনন নাও হতে পারে।
৫। নতুন পরিবেশে অভিযোজন ক্ষমতা কম থাকে।