পুষ্প মঞ্জরিঃ একটি পুষ্পাক্ষের উপর পুষ্প বিভিন্ন এস্টিভেশন হয়ে যে আকৃতি গঠন করে তাকে মজুরি বলে।
নিম্নে পরাগায়নে মঞ্জরির গুরুত্ব ব্যাখ্যা করা হলঃ
১। মঞ্জরি গঠনের ফলে ফুলকে অনেক বড় দেখায় ফলে পতঙ্গ সহজে আকৃষ্ট হয়।
২। এক সঙ্গে বহু পতঙ্গ আসতে ও বসতে পারে। ফলে পরাগরেণু পতঙ্গের দেহ থেকে গর্ভমূন্ডে পতিত হবার সম্ভাবনা বৃদ্ধি পায়।
৩। বাতাসের মাধ্যমে ছড়ানো পরাগরেণু প্রসারিত মঞ্জরিতে আটকানোর সম্ভাবনা অনেক বেশি।
৪। কিছু পোকা-মাকর মঞ্জরির ভেতর বসবাস ও পরাগায়নে সাহায্য করে।
৫। যেসকল ফুলের সুগন্ধ কম সেক্ষেত্রে মঞ্জরির অনেক ভুল দ্বারা সুগন্ধ তিব্র হয়ে বাতাসে ছড়িয়ে পতঙ্গ আকৃষ্ট করতে সাহায্য করে।
৬। মঞ্জরিতে অনেক ফুল থাকায় বেশি মধু সৃষ্টি হয় বলে একের পর এক অলিরা আসতেই থাকে ফলে একই ফুলে বার বার পতঙ্গের আগমন হয়।
৭। মঞ্জরিতে বহু ফুল থাকায় বেশি পরাগরেণু ধারন করে ফলে দু একটি একক ফুল নষ্ট হলেও পরাগায়নের কোন সমস্যা হয়না।
উপরিউক্ত আলোচনা থেকে দেখা যায় যে, পূষ্প মঞ্জরি ফুলের পরাগায়নে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।