প্লাজমাডেজমাটাঃ পাশাপাশি কোষসমূহের নিজেদের মধ্যে সংযোগ রক্ষাকারী ও বিভিন্ন পদার্থের বিনিময় ও পরিবহনের জন্য আনুবীক্ষনিক কিছু ইন্টারকানেক্টেড নালী দ্বারা একে অপর কোষের সাথে যুক্ত, এই ইন্টারকানেক্টেড নালীগুলোকে প্লাজমাডেজমাটা বলে।
অধিকাংশ ক্ষেত্রে প্লাজমাডেজমাটা টিস্যুর মধ্যে বা টিস্যু তন্ত্রের মধ্যে থাকে। দুটি ভিন্ন টিস্যুর মধ্যে পাজমাডেজমাটা সংযোগ থাকেনা। তবে ভিন্ন টিস্যুর নিজেদের প্লাজমাডেজমাটা থাকে।