রেফারেন্স না দিতে পারলেও আমার মতে জায়েজ নাই। বিষয়টি বুঝলে আপনিও বুঝতে পারবেন কাউকে প্রশংসা ও আদর করে লক্ষী ছেলে ডাকার সুযোগ ইসলামে নাই।
কারনঃ-
লক্ষ্মী হচ্ছে হিন্দু ধর্মে টাকা পয়সা বা ধন সম্পদের দেবী। কাজেই জেনে হোক আর না জেনে হোক কাউকে লক্ষী সম্বোধন করলে তার অর্থ দাঁড়ায় আপনি তাকে ঐ লক্ষি দেবীর সাথে তুলনা করছেন। যা ইসলামে একে বারেই নিষিদ্ধ। তাই লক্ষী ছেলে বা লক্ষী মেয়ে বলে প্রশংসার সুযোগ ইসলামে নাই। এর পরিবর্তে আপনি অন্যকোন সম্বোধন করতে পারেন। যেমন মিষ্টি মেয়ে ইত্যাদি।