টিভি রিমোট হিসাবে মোবাইলঃ আজকাল স্মার্ট ফোনের বিক্রি বাড়াতে কত কোম্পানি কত না সুযোগ সুবিধা দিচ্ছে, ফিচার যোগ করছে যাতে এক মোবাইল দ্বারাই বহু কাজ করা যায়।
সেরকমই একটি ফিচার হচ্ছে মোবাইল বা স্মার্ট ফোনকে টিভি রিমোট হিসাবে ব্যবহার।
হ্যা মোবাইলকে টিভি রিমোট হিসাবে ব্যবহার করা যায়। বিষটি সত্যি, কিন্তু সকল মোবাইলকে টিভি রিমোট হিসাবে ব্যবহার করা যায়না। আপনি হয়ত একটি দামী স্মার্ট ফোন ব্যবহার করেন। আর ভাবছেন এত দামী যখন এটি টিভি রিমোট হিসাবে ব্যবহার করা যেতে পারে।
বিষয়টা একে বারেই ভূল। দামী মোবাইল হলেই তা টিভি রিমোট হিসাবে ব্যবহার করা যায়না। এমনকি সেই মোবাইলে টিভি রিমোট এপস বা প্রিমিয়াম এপস ইত্যাদি সফটওয়ার ইন্সটল করেও আপনি টিভি রিমোট হিসাবে ব্যবহার করতে পারবেন না।
কোম্পানি যে সকল মোবাইলে টিভি রিমোট ফিচার যুক্ত করে দিয়েছে, অর্থাৎ যে মোবাইলে টিভি রিমোট সেন্সর কোম্পানি দিয়েছে সেই মোবাইল দিয়েই কেবল টিভি রিমোটের কাজ করা যাবে। হার্ডওয়ার সেন্সর না থাকলে এপস ইন্সটল করেও কাজ হবেনা।
আবার কোন এক কোম্পানির ফোনে এই ফিচার আছে। কিন্তু তার মানেও এই নয় যে, তা দিয়া যেকোন টিভি কন্ট্রল করা যাবে। সকল টিভি সাপোর্ট করেনা। মোবাইল কোম্পানি যে মডেলের টিভি সাপোর্ট যুক্ত করে দিয়েছে, শুধু সেই মডেলের টিভিতে কাজ করবে। অন্য মডেলে কাজ করার সম্ভাবনা খুবই কম। তবে কোন কোন ক্ষেত্রে কাজ করেও থাকে। কারন ঐ একই সেন্সর অন্য মডেলে ব্যবহার হলে তা সাপোর্ট করে থাকে। আর বর্তমান চায়না টিভি গুলোতে সাধারনত কয়েকটি সেন্সর সকল মডেলে ব্যবহার করে। এই টিভি গুলো এতট ব্রান্ড হিসাবে স্পেশাল হার্ডওয়ার ব্যবহার করেনা। খরচ কমাতে একই জিনিস ব্যবহার করে থাকে। তাই
পরিশেষে বলা যায় যে, কিছু কিছু টিভিতে কাজ করবে। কোন একটিতে কাজ করা মানে এই নয় যে সকল টিভিতে কাজ করবে। পেইড এপস ইন্সটল করলেও কাজ হয়না।