C4 উদ্ভিদঃ যে সকল উদ্ভিদে কার্বন আত্তীকরনের সময় প্রথম স্থায়ী পদার্থ ৪ কার্বন বিশিষ্ট হয় তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। অর্থাৎ যেসকল উদ্ভিদের কার্বন আত্তীকরনের সময় ক্যালভিন ব্যাশাম চক্র না ঘটে ভিন্ন একটি পথ যা হ্যাচ ও স্লাক চক্র নামে পরিচিত, সেই পাথওয়েতে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে কার্বন আত্তীকরন ঘটে। এই ধরনের উদ্ভিদে হ্যাচ ও স্লাক চক্রের সাথে ক্যালভিন ব্যাশাম চক্রও চলতে থাকে। মুথা ঘাসে যেহেতু প্রথম স্থায়ী পদার্থ ৪ কার্বনবিশিষ্ট এবং এই উভয় চক্র একই সাথে চলতে দেখা যায় তাই মুথা ঘাসকে C4 উদ্ভিদ বলা হয়।