নীলাভ সবুজ শৈবালকে সাধারণত সায়ানোব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এদের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়।
কারনঃ-
সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবালে এমাইটোসিস কোষ বিভাজন ঘটে। বিভাজনের শুরুতে নিউক্লিয়াসটি ধীরে ধীরে লম্বা হতে থাকে এবং দুই প্রান্ত মোটা ও মাঝখানে সরু হতে থাকে। মাঝের অংশ ক্রমশ আরও সরু হয়। এবং সরু হতে হতে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে। ইতমধ্যে কোষপ্রাচীরের মধ্যভাগ ভিতরের দিকে প্রবেশ করে সাইটোপ্লাজমকেও দুইভাগে বিভক্ত করে ফেলে এবং দুটি আপত্য কোষের সৃষ্টি করে থাকে। এই বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউকিয়াসটি প্রতক্ষ্যভাবে সরাসরি দুটি অংশে ভাগ হয়ে যায় বলে নীলাভ সবুজ শৈবালের কোষ বিভাজনকে প্রতক্ষ্য কোষ বিভাজন বলা হয়।