আমরা জানি পৃথিবীতা গোল তাই এর একটি কেন্দ্র থাকবে।
আমরা সাধারনত পৃথিবীর উপরিপৃষ্ঠে অবস্থা বা বসবাস করি। তাই মাটি খুড়ে নিচের দিকে যাওয়া মানে কেন্দ্রের দিকে যাওয়াকে বোঝায়। ভূ-ভাগের অভ্যান্তর ভাগ অশ্নমন্ডল নামে পরিচিত। এবং পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত গঠনকে কয়েকটি স্তরে ভাগ করা হয়। সাধারণ উপরি ভাগের মাটির নিচে পানির ও বালির স্তর আছে। তাই পাইপ বসালে পানি পাওয়া যায়। কিন্তু আরও বেশি পাইপ বসালে বিভিন্ন স্তরের উপাদান পাওয়া যায়। তবে কেন্দের দিকে সাধারনত উত্তপ্ত গলিত অবস্থায় লোহা ও সিলিকন বা নিকেল জাতীয় পদার্থ থাকে।
এখন যদি আপনি কেন্দ্র রেখে আরও খুড়ে যান তবে যেতে যেতে কেন্দ্র পর্যন্ত যাওয়ার সময় যে স্তর গুলো পেয়েছিলেন সেই স্তর গুলো আবারও পাবেন তবে বিপরীত ক্রমে। যদিও কারও পক্ষে এতটা যাওয়া সম্ভব নয়।
আর যেতে যেতে আবারও আপনি পৃথিবীর পৃষ্ঠে চলে আসবেন তবে শুরু বিপরীত দিকে সরল রেখা বরাবর স্থানে পৌছাবেন যদি আপনার প্রবেশ পথ সোজা থাকে।