ইন্টারফেজ দশাঃ মাইটোসিস কোষ বিভাজন শুরুর পূর্বে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। কোষ খাদ্য সঞ্চয় করে এবং কোষীয় উপাদান সংশ্লেষন করে দ্বিগুণ হয়। এ সমস্ত উপাদান সংশ্লেষন ও বিভাজন শুরুর প্রস্তুতি পর্বকে ইন্টারফেজ দশা বলে। কোষ বিভাজনে ইন্টারফেজ দশা অদৃশ্যমান। এ দশায় মূলত উপাদানগুলোর সঞ্চয় ও বিপাক প্রক্রিয়াই মূখ্য। তবে এই পর্যায়ই দীর্ঘ সময় নেয়। কোষচক্রের ৯০-৯৫% সময় নেয় ইন্টারফেজ দশা।