ফ্লুইড অফ লাইফঃ পানির অপর নাম জীবন । বিশুদ্ধ পানি ছাড়া কোন জীবই বাচতে পারেনা। কোষের প্রোটোপ্লাজম এর ভৌত ভিক্তি। এই প্রোটোপ্লাজমের ৯০ ভাগই পানি। দেহের অন্যন্য অঙ্গের গঠনে সবচেয়ে বেশি উপাদান পানিই থাকে। পানি ছাড়া দেহের কোন ক্রিয়া বিক্রিয়া ঘটতে পারেনা ফলে বেচে থাকার শক্তিও উৎপন্ন হতে পারে না । তাই পানিকে "ফ্লুইড অফ লাইফ" বলা হয়।