সেন্ট্রোজোমঃ সেন্ট্রোস্ফিয়ারসহ সেন্ট্রিওলই হল সেন্ট্রোজোম যা প্রাণিকোষের একটি বিশেষ বৈশিষ্ট।
প্রাণিকোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাপা নলাকার সেন্ট্রিওল সম্বলিত স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজমীয় গোলাকার বস্তুই হল সেন্ট্রোজোম । সেন্ট্রোজোম প্রাণিকোষ বিভাজনে অংশ নেয়। এট কোষ বিভাজনের সময় ক্রোমোসোমের গঠন ও চলনেও সাহায্য করে।
১৮৮৭ সালে ভন বেন্ডেল সর্বপ্রথম প্রাণিকোষে এটি লক্ষ করেন।