এমিবার রাজ্যঃ এমিবাকে প্রোটিস্টা রাজ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে। কারন এমিবা এক কোষী, সুগঠিত নিউক্লিয়াস, কোষের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা বেষ্টিত। এবং DNA, RNA, প্রোটিন সমৃদ্ধ , এরা অযৌন দ্বি-বিভাজন এবং কঞ্জুগেশন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করতে পারে। েই বৈশিষ্টগুলো প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্টের সাথে মিলে যাওয়ায় এমিবাকে প্রোটিস্টা রাজ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে।