ব্যাকটেরিয়াকে মনেরা জগতে অন্তর্ভুক্তির কারনঃ শ্রেণিবিন্যাস দ্বারা ব্যাকটেরিয়াকে মনেরা জগতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কারন ব্যাকটেরিয়া প্রাককেন্দ্রিক বা আদিকোষী, এককোষী ও আনুবীক্ষনিক জীব। এদের কোন প্লাস্টিড নাই। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা ইত্যাদু অঙ্গাণু নাই। কিন্তু রাইবোজম আছে এবং এটিও আদি প্রকৃতির। ব্যাকটেরিয়া সাধারণত স্বি-বিভাজন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে। এই বৈশিষ্ট্যগুলো মনেরা জগতের প্রাণিদের সাথে মিলে যায়। এই কারনে ব্যাকটেরিয়াকে মনেরা জগতে অন্তর্ভূক্ত করা হয়েছে।