ক্রায়োসার্জারীর মাধ্যমে যেসব রোগের চিকিৎসা হয়ঃ বর্তমানে বহুক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার হচ্ছে যেমনঃ-
১। ক্যান্সার চিকিৎসায়,
২। টিউমার চিকিৎসায়,( ত্বকের ক্যান্সার, স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সারসহ বুকের ভেতর অপারেশন সমস্যাজনিত সকল স্থানের ক্যান্সার)
৩। আলসার চিকিৎসায়,
৪। নিউরোচিকিৎসায়,
৫। ত্বকের উপর অবাঞ্চিত আচিল চিকিৎসায়,
৬। দেহের ভেতর মৃত্যু কোষ বা টিস্যুর পিন্ড চিকিৎসায় ক্রায়োসার্জারির বহুল ব্যবহার হচ্ছে।