ব্যাক ক্রসঃ প্রথম উৎপাদিত বংশধর বা F1 বংশ ধরের সাথে প্যারেন্টের প্রকট বৈশিষ্ট্য বা পুং জীবের মধ্যে ক্রস করানোকে ব্যাক ক্রস বলে।
ব্যাক ক্রস করা হয় এটি দেখতে যে প্রথম বংশ ধরে জীন সংকরন কতটুকু হয়েছে, যেকোন ক্রসে দ্বিতীয় বংশ ধরে প্রথম বংশের বৈশিষ্ট হারিয়ে যাবে কিনা পরীক্ষার জন্য।
টেস্ট ক্রস, প্যারেন্টের মাতা জীবের সাথে প্রথম বংশধর পুং জীবের ক্রসকে টেস্ট ক্রস বলে।
টেস্ট ক্রস করা হয় মূলত প্রথম বংশ ধরের উন্নত বৈশিষ্ট সঠিক ভাবে প্রকটভাবে প্রকাশিত হচ্ছে কিনা তা নির্ণয়ের জন্য।