নিম্নে প্রকৃত ও অপ্রকৃত ফলের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলঃ-
প্রকৃত ফল
|
অপ্রকৃত ফল
|
১। ডিম্বাণু ও পুংরেণুর মিলনের ফলে ফল সৃষ্টি হয়।
|
১। রুপান্তর অথবা অপুংজনি প্রক্রিয়ায় ডিম্বাশয় ফলে পরিণত হয়।
|
২। ডিম্বাণু ও পুংরেণুর প্রকৃত মিলনে নিষেক ঘটে ভ্রুণ সৃষ্টি হয়।
|
২। নিষেক ঘটেনা, ডিম্বাশয় সরাসরি ফলে পরিণত হয়।
|
৩। ফুল সম্পূর্ন ও ট্রাইমেরাস বা টেট্রামেরাস।
|
৩। ফুল অসম্পূর্ন, পেন্টামেরাস হতে পারে।
|
৪। যৌন জনন ঘটে।
|
৪। যৌন জনন ঘটেনা, একে পুংজনি বলে এবং সৃষ্ট ফলকে পার্থেনোকার্পিক ফল বলা হয়।
|
৫। যেমন আম, জাম, ধান, ইত্যাদি।
|
৫। যেমন কলা, চালতা ইত্যাদি।
|