প্রশ্ন করার সময় কোন ক্লাসের জন্য সেটা ট্যাগে লিখে দেবেন তাহলেই উত্তর দিতে যেমন সহজ হবে তেমনি হুবুহ পরীক্ষার খাতায় লেখার উপযোগী হবে। তা না হলে ইন্টার বা অনার্সের উত্তর ক্লাস এইট বা নাইন টেনে অযথা অতিরিক্ত হয়ে যাবে। অনেক ক্ষেত্রে টেনের শিক্ষক অনার্সের বিষয়ে অবগত না থাকলে হয়ত ভাববে যে পড়াশুনা না করে বানিয়ে লিখেছে।