নিম্নে কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম ও ট্রোজান হর্স এর মধ্যে পার্থক্য দেয়া হলঃ-
কম্পিউটার ভাইরাসঃ-
১। কম্পিউটার ভাইরাস এক্সিকিউটেবল ফাইলের সাথে যুক্ত থেকে কম্পিউটারকে এফেক্ট করে।
২। ইউজার কতৃক এক্সিকিউটেবল প্রোগ্রাম ওফেন করার সাথে কম্পিউটার ভাইরাস অন্য ফাইলকে সংক্রমনিত করে।
৩। ইউটিলিটি সফটওয়ারকে পরিবর্তন করতে পারে।
৪। কম্পিউটার সিস্টেম নষ্ট করে দিতে পারে।
৫। হার্ডওয়ারের ক্ষতি করতে পারে।
কম্পিউটার ওয়ার্মঃ-
১। যেকোন ফাইলের সাথে ছড়াতে পারে তবে নেটওয়ার্কের মাধ্যমে বেশি ছড়ায়।
২। ইউজারের অফেন করা ব্যতিত যেকোন ফাইলের সাথে স্বয়ংক্রিয় যুক্ত হয়ে ছড়িয়ে পড়ে।
৩। ইউটিলিটি বা সিস্টেম সফটওয়ারে সাধারণ পরিবর্তন করেনা।
৪। কম্পিউটার সিস্টেমকে নষ্ট না করে ইউজারের ফাইল নষ্ট ও তথ্য চুরি করে।
৫। হার্ডওয়ারের ক্ষতি করেনা তবে নেটওয়ার্ক সিস্টেমের সিকিউরিটি নষ্ট করে ও ঐ নেটওয়ার্কের সকল কম্পিউটারকে আক্রান্ত করে।
ট্রোজান হর্সঃ-
১। এরা মূলত তথ্য চুরির কাজ গুলো বেশি করে থাকে, সিস্টেমের ক্ষতি করেনা তাই সহজে শনাক্ত করা যায়না। তাই এদের ছদ্মবেশীও বলা হয়।
২। এরা ইন্টারনেট নির্ভর। ইন্টারনেট থেকে কানেকশন বা ব্রাউজারের ওয়েব পেজ থেকে ছড়াতে পারে।
৩। ইউজারের ডাউনলোডের সময় ছদ্মবেশে কম্পিউটারে প্রবেশ করে।
৪। ইউজারকে বিরক্ত না করে ইউজারের গতিবিধি মনিটর করে ও ক্লায়েন্ট সার্ভারে তথ্য পাচার করে দেয়।
৫। হার্ডওয়ারের ক্ষতি করেনা। তবে সংক্রমিত হয়ে প্রাইভেসি নষ্ট করে এবং ইউজার সফটওয়ারের কাজ নিয়ন্ত্রন করতে পারে।