ব্যবহার উপযোগী কাঠের পরিমান নির্ণয়ঃ সাধারণত গাছের গুড়ি বা লগ বা গোলকাঠ চেরাই করার সময় কিছুটা অপচয় হয়। উপর নিচ থেকে কিছুটা বাদ যায়, আবার প্রতি ফাইল সমান হয়না, এছাড়া চেরাই স্থান থেকে কিছু নষ্ট হয়। তাই গোল কাঠ থেকে কি পরিমাণ ব্যবহার উপযোগী কাঠ পাওয়া যাবে রা সহজে হপ্পাস এর সূত্রের সাহায্যে বের করা যায়।
সূত্রঃ ভলিউম = (লগের মাঝের বেড় বা ব্যাস/৪ )২ × দৈর্ঘ্য
এছাড়া চেরাই কাঠ বা তক্তা থাকলে এর ভলিউম বের করা যায়।
ভলিউম= দৈর্ঘ্য × প্রস্থ × পুরুত্ব
মানগুলো মিটারে মাপা হলে ভলিউম হবে ঘনমিটার এককে।